বিএসএফ জওয়ানদের তথপরতায় একটি বাইক সহ আটক ৪৮৫ বোতল ফেন্সিডিল


সোমবার,১৫/০৬/২০১৫
648

বিকাশ সাহাঃ     বিএসএফ জওয়ানদের তথপরতায় একটি বাইক সহ আটক ৪৮৫ বোতল ফেন্সিডিল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের ১ নম্বর চৈনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিএসএফ সুত্রে যানাজায়, রবিবার রাতে চৈনগর এলাকায় একটি মটর বাইক নিয়ে দুজন প্রাচারকারী বাংলাদেশে ফেন্সিডিল পাচারের উদ্দেশ্যে কাঁটাতার সংলগ্ন এলাকায় আসার পথে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাদের তাড়া করে। চৈনগর ক্যাম্পের ১৬৭ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের তাড়া খেয়ে ফেন্সিডিলের বোতল ও বাইকটি ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। বিএসএফ জওয়ানরা বাইকটি আটক করার পাশাপাশি আটক করে পাচারের উদ্দেশ্যে আনা ফেন্সিডিলের বোতল গুলি। বিএসএফের ১৬৭ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট এস কে পাঠক জানান, আটক করা ৪৮৫ বোতল ফেন্সিডিল সহ একটি বাইক হেমতাবাদ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট