আইটিআই প্রবেশিকা পরীক্ষা বাতিল হওয়ায় উত্তর দিনাজপুর জেলায় চাঞ্চল্য ছড়াল


রবিবার,২৮/০৬/২০১৫
530

বিকাশ সাহাঃ    আইটিআই প্রবেশিকা পরীক্ষা বাতিল হওয়ায় উত্তর দিনাজপুর জেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। এদিন আইটিআই প্রবেশিকা পরীক্ষা দিতে এসেছিল হাওড়া, হুগলী, মেদিনীপুর, কোচবিহার থেকে কয়েক হাজার ছাত্র ছাত্রী। শারীরিক ভাবে অক্ষম বহু ছাত্ররাও এদিন রবিবার পরীক্ষা দিতে এসেছিল। আইটিআই প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের পর পরীক্ষা বাতিল হওয়ায় খবর ছড়িয়ে পড়তেই ছাত্র ছাত্রীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ছাত্রদের দাবী পরীক্ষার প্রশ্নপত্র যারা ফাঁস করেছেন তাঁদের যেন চরম শাস্তির ব্যবস্তা করে সরকার।
শনিবার রাত থেকে রায়গঞ্জ শহরের বাসস্ট্যান্ড সহ মোহনবাটি বাজার এলাকায় অর্থের বিনিময়ে একধরনের প্রশ্নপত্র বিক্রি হয়েছে বলে এদিন অভিযোগ করে ছাত্র ছাত্রীরা।
রায়গঞ্জ আইটিআই কলেজের অধ্যক্ষ তথা জেলার নোডাল অফিসার শুভঙ্কর মণ্ডল বলেন, কালিয়াগঞ্জ আইটিআই কলেজে, রায়গঞ্জের বিদ্যাচক্র হাই স্কুলে, উদয়পুর বালিকা বিদ্যালয়ে ও করোনেশন হাই স্কুলে এদিন আইটিআই প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল। সংশ্লিষ্ট রাজ্য দপ্তরের নির্দেশে পরীক্ষা বাতিল করা হয়েছে।RSCN7246

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট