ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবসে রায়ে’র নতুন যোগ শাখার শুভ উদ্বোধন হলো


বুধবার,০১/০৭/২০১৫
896

রথীন কুমার ঘোষ, হাওড়াঃ আজকে সারা দেশের সাথে সাথে হাওড়ার বাকসাড়া এলাকায় ডাঃ বিধান চন্দ্র রায়ের নামাঙ্কিত ডাঃ বি.সি.রায় মেমোরিয়াল যোগ সেন্টারের নতুন শাখা শুভ উদ্বোধন হলো। ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন ও প্রয়াণ দিবসে। এই দিনে যোগ সেন্টারে রজত জয়ন্তী বর্ষের আন্তঃসংস্থা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় যেমন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন তার সাথে অবিভাবকরা ছিলেন। প্রথমে ডাঃ বিধান চন্দ্র রায়ের ছবিতে মাল্যদান তারপরে প্রধান অতিথিরা তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন ডাঃ রায়ের সম্বন্ধে। উপস্থিত ছিলেন প্রাক্তন মেজর জেনারেল এস.এন. মুখোপাধ্যায়, অল বেঙ্গল ক্যারাটে’র সম্পাদক বিজয় কুমার সাউ, পশ্চিমবঙ্গ যোগ রাজ্য সংস্থার সভাপতি অবনী ভূষণ ভট্টাচায, বিখ্যাত মহিলা সাইকেলিস্ট প্রণতি দাস ও বিভিন্ন যোগার সভাপতি এবং সম্পাদকরা উপস্থিত ছিলেন। ডাঃ বি.সি.রায় মেমোরিয়াল -এর সম্পাদক অলোক চট্টোপাধ্যায় সুন্দর ভাবে অনুষ্ঠানটি নিজে সঞ্চালন করেন বক্তিতার মাধ্যমে। এই অনুষ্ঠানে এলাকা বাসীরা পূর্ণ সহযোগিতা করেছেন। এই যোগ সেন্টার থেকে বহু ছেলে মেয়ে জেলা, রাজ্য, জাতীয় স্তরে তাদের যোগা প্রদর্শন দেখিয়েছেন যোগের মাধ্যমে। আজ নতুন শাখাতে প্রায় ১০০ জন ছাত্রছাত্রী ভর্তির আবেদন পত্র সংগ্রহ করেন। হাওড়ার এই যোগ সেন্টার টি ছোট্ট পায়ে পায়ে অনেকদুরে এগিয়ে গেলেন। আজকের প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হলেন পরবর্তীকালে এক অনুষ্ঠানের ওনাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানালেন সংস্থার শিক্ষিকা শ্রীমতী এষা চট্টোপাধ্যায়।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট