খবরইন্ডিয়াঅনলাইনঃ নাম জড়াল শাসকদলের রাজ্যসভার সাংসদ বিবেক গুপ্তর। তদন্তে নেমে তদন্তকারী অফিসারেরা জানতে পারে, নানা সময়ে সারদা গোষ্ঠীর কাছ থেকে টাকা গিয়েছে বিবেক গুপ্তর সংস্থা সরস্বতী প্রিন্ট ফ্যাক্টরি প্রাইভেট লিমিটেড-এ। যার পরিমান সাড়ে ৪ কোটির কাছাকাছি। সিবিআই সূত্রে খবর, প্রয়োজনে তাঁকে জেরার জন্য ডেকেও পাঠানো হতে পারে। ইতিমধ্যেই সুদীপ্ত সেনের সংস্থার সঙ্গে তাদের কী ধরনের এবং কত টাকার চুক্তি হয়েছিল? এখনও পর্যন্ত সারদার কাছ থেকে কত টাকা নিয়েছে তারা? তার মধ্যে কত টাকা চেক মারফৎ আর কত টাকা নগদে নেওয়া হয়েছেন? কোন সময়ে, কোন তারিখে কত টাকা নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্যও চাওয়া হয় তৃণমূল সাংসদের সংস্থার কাছে।তার জন্য গতমাসে তৃণমূল সাংসদের এই সংস্থাকে নোটিস পাঠিয়ে জানতে চায় তদন্তকারীরা। সিবিআই সূত্রে দাবি, অভিযোগ মেলে, বিবেক গুপ্তর এই সংস্থা যে পরিমাণ নিউজপ্রিন্ট সরবরাহ করত, অনেক সময়েই তার থেকে বেশি টাকা নিত! অভিযোগ, ৫ হাজার পেপার দিয়ে ২৫ হাজারের টাকা নিত!এখানেই শেষ নয়! সিবিআইয়ের দাবি, এমন যদি কিছু হয়ে থাকে, তাহলে সে বিষয়ে সুদীপ্ত সেনও জানতেন! এই পরিস্থিতিতে গোয়েন্দাদের মনে প্রশ্ন তৈরি রয়েছে, বাজারে এত সংস্থা থাকতে, তৃণমূল সাংসদের সংস্থা থেকেই বা কেন নিউজপ্রিন্ট কিনতেন সুদীপ্ত সেন? তৃণমূল সাংসদের সংস্থা থেকে নিউজপ্রিন্ট কেনার জন্য কোনওভাবে সুদীপ্ত সেনকে বাধ্য করা হয়েছিল? পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে এই চুক্তির বাইরেও সুদীপ্ত সেনের সঙ্গে বিবেক গুপ্তর অন্য কোনও লেনদেন হয়েছিল কিনা।
Auto Amazon Links: No products found.