কোপায় তৃতীয় স্থান অর্জন করল পেরু


শনিবার,০৪/০৭/২০১৫
698

খবরইন্ডিয়াঅনলাইনঃ    কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়েছে পেরু। তারা ২-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। চার বছর আগেও তৃতীয় হয়েছিল দলটি।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

এস্টাডিও মিউনিসিপাল আলকালডেসা এস্টার রোয়া রেবোল্লেডো স্টেডিয়ামে শনিবার ভোরে দারুণ খেলেই তৃতীয় হয়েছে পেরু। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৬-১ গোলে পরাজিত হওয়া প্যারাগুয়ে পেরুর বিপক্ষেও সুবিধা করতে পারেনি। যথারীতি হেরেছে তারা।

যদিও খেলার প্রথমার্ধে গোল করতে পারেনি পেরু ও প্যারাগুয়ে। কিন্তু দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটেই লিড নিয়েছে পেরু। দারুণ শটে জালে বল জড়িয়েছেন ক্যারিল্লো। শত চেষ্টা করেও পেরুর রক্ষণদুর্গ ভাঙতে পারেনি পেরু। উল্টাপাল্টা আক্রমণ থেকে শেষদিকে আরেকটি গোল হজম করেছে তারা। ৮৯ মিনিটে শেষবারের মতো তাদের জালে বল পাঠিয়েছেন গুয়েরেরো।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট