শ্মশানের একটি জমিকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে উত্তাল রায়গঞ্জ ব্লকের ভাটলের মালাইবাড়ি গ্রাম


রবিবার,০৫/০৭/২০১৫
557

বিকাশ সাহাঃ    শ্মশানের একটি জমিকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের অন্তর্গত ভাটলের মালাইবাড়ি গ্রাম। এদিন রবিবার দুপুরে মালাইবাড়ি গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে হিমশিম খায় পুলিশ।  পুলিশ সুত্রে জানাযায়, গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে মালাইবাড়ি গ্রামের শ্মশানের দখল নিয়ে দীর্ঘদিন ধরে গণ্ডগোল চলছিল। এলাকার মানুষের দাবী দীর্ঘ কয়েক বছর ধরে  মালাইবাড়ি গ্রামের প্রায় ৭ একর জায়গায় শ্মশানের সমস্ত কাজ হয়ে আসছে। পাশের যায়গায় এলাকার ছেলেরা ফুটবল খেলার মাঠ হিসেবে ব্যবহার করে। এলাকার মানুষের অভিযোগ শ্মশানে কাজ করতে গেলে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাঁধা দিচ্ছে। সে নিয়ে গ্রামে কয়েকবার বৈঠকও বসেছে।  এদিন দুপুরে ভাটলের মালাইবাড়ি গ্রামের নোনা নদীর ধারে শ্মশানের জমি নিয়ে দুই গোষ্ঠী বাকবিতণ্ডায় জড়িয়ে পরে। বেশকিছু মানুষ তির ধনুক নিয়ে এসে বাঁধা দিতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। এলাকায় রণক্ষত্রের চেহারা নিলে ঘটনাস্থলে ছুটে আসে প্রচুর পুলিশ ও কমব্যাক বাহিনী। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে লাঠি, টাঙ্গি ও বল্লমের আঘাতে ১২ থেকে ১৪ জন আহত হয়। পাঁচ জনকে গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড গুলি ও তিনটি টি আর গাসের সেল ফাটিয়েছে পুলিশ এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যদিও গুলি চালানোর কথা অস্বীকার করে পুলিশ। সংঘর্ষ থামাতে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশ সুত্রে জানাগিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে এসেছে।      RSCN7246

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট