ওবামার বড় মেয়ে মালিয়া চাকরিতে যোগ দিলেন


সোমবার,০৬/০৭/২০১৫
757

খবরইন্ডিয়াঅনলাইনঃ     প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া এইচবিও সিরিজ (টিভি সিরিজ) ‘গার্লসে’ চাকরিতে যোগ দিয়েছে। ১৭ বছর বয়সী মালিয়া সম্প্রতি তার জন্মদিন পালন করেছে। আগামী বছর গ্র্যাজুয়েট করার পর সে টিভি অথবা সিনেমায় ক্যারিয়ার গড়তে আগ্রহী।

গত সপ্তাহে তাকে ‘গার্লস’ এর কাজে দেখা গেছে। তাকে ব্রুকলিন হিপস্টার রেস্টুরেন্টে এই সিরিজ ফিল্মের কাজে কোমল পানীয়তে চুমুক দিতে দেখা গেছে।

লিনা ডানহামের হিট হওয়া এই এইচবিও সিরিজের একজন বড় ফ্যান ছিলো মালিয়া। মারিয়ার মা মিশেলও এর আগে তার মেয়ের চলচ্চিত্র নির্মাতা হওয়ার আকাঙ্খার কথা জানিয়েছিলেন। এই গ্রীষ্মে মালিয়াকে ব্যস্ত রাখবেন লিনা ডানহাম।

মিশেল বলেছেন, তার বাবার মত সেও খুব আগ্রহী একজন পাঠক এবং সে সিনেমা খুব উপভোগ করে। সে একেবারেই নতুন। সে জানে, তার আগ্রহ প্রকাশের জন্যে সময় আছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট