সাত্তোরে নিযাতিতাকে জেলে পুড়ল পুলিশ, কারণ হাইকোটে না যেতে পারেন !


মঙ্গলবার,০৭/০৭/২০১৫
625

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    নির্যাতিতার করা মামলায় কলকাতা হাইকোর্টে হাজিরা দিতে বাধা দিতেই সাত্তোরের নির্যাতিতে পরিকল্পনামাফিক গ্রেফতার করা হয়েছে। সাত্তোরের নির্যাতিতার সঙ্গে আজ সংশোধনাগারে দেখা করার পর এই প্রতিক্রিয়ায় জানাল বিজেপির প্রতিনিধিদল। এদিন শমিক রুপা জয়প্রকাশ সহ বিজেপির প্রতিনিধি দল এবং ও ওই নির্যাতিতার পরিবারের লোকেরা দেখা করতে দেখা করতে যান। প্রায় মিনিট কুড়ি নির্যাতিতার সঙ্গে কথা বলেন তাঁরা বেরিয়ে এসে তারা অভিযোগ করেন কলকাতা হাইকোর্টে হাজিরা দিতে বাধা দেওয়ার উদ্দেশ্যেই সাত্তোরের নির্যাতিতে পরিকল্পনামাফিক গ্রেফতার করা হয়েছে । সেই কারনেই তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। হাইকরটে নির্যাতিতা বিচার চাওয়ার জন্য তার শাস্তি স্বরূপ নেমে এসেছে এই খাড়া। গতকালই বিজেপি তাদের আইনী সহযোগিতা করবে বলে জানিয়েছিল সেই মতও আইনজীবীদের সঙ্গে কথা বলতে সিউড়ি বার কাউন্সিলের অফিস যান রূপা। খবর পেয়ে হাজির বার কাউন্সিলের সেক্রেটারিকে নিয়ে হাজির হন সরকারি আইনজীবী রঞ্জিত গঙ্গোপাধ্যায়৷ তিনি অফিস থেকে রূপাকে বেরিয়ে যেতে বলেন৷ সরকারি আইনজীবীর দাবি, বার কাউন্সিল কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের আসার জায়গা নয়৷ তাঁকে জেলার পুলিশের অফিসে ঢুকতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। প্রসঙ্গত উল্লেখ্য শনিবার তৃণমূল কার্যালয় থেকে বোমা উদ্ধারের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে অবরোধে বসায়, সাত্তোরের নির্যাতিতা, তাঁর স্বামী, শাশুড়িসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাদের আদালতে তোলা হলে ১৭ ই জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ( ফাইল চিত্র )।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট