খবরইন্ডিয়াঅনলাইনঃ কলকাতা বিশ্ববিদ্যালয় ইস্যুতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির ডাকে রাজভবনে গেলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্যপাল। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় উপাচার্য সুরঞ্জন দাসের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। এরপরেই আজ সকালে তড়িঘড়ি শিক্ষামন্ত্রী-রাজ্যপাল বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষামহল।
জানা গিয়েছে, সোমবারই কলকাতা বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনিয়ম সংক্রান্ত নথিপত্র তলব করেন আচার্য কেশরীনাথ ত্রিপাঠী। সম্ভবত সেই নথি জমা দিতে এবং সেদিনের ঘটনার পূর্ণাং রিপোর্ট জমা দিতেই শিক্ষামন্ত্রী রাজভবনে ছুটে গিয়েছেন ।