বিকাশ সাহাঃ এদিন মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলা ডেকোরেটার্স অ্যাসোসিয়েশানের চতুর্থ ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতন মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। এদিন সকালে ডেকোরেটার্স অ্যাসোসিয়েশানের সদস্যরা মিছিল করে গোটা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে। মূলত লাইট, মাইক ও প্যান্ডেলের ব্যবসার সঙ্গে জড়িত ডেকোরেটার্স অ্যাসোসিয়েশানের সদরস্যরা সম্মেলনের মধ্যদিয়ে তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি তা কিভাবে সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে সে সব নিয়ে আলোচনা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ডেকোরেটার্স সমন্নয় সমিতির রাজ্য সভাপতি মলয় ব্যানার্জী, উত্তর দিনাজপুর জেলা ডেকোরেটার্স অ্যাসোসিয়েশানের সভাপতি দেবাশিষ পাল, অনিল তপস্বী, উৎপল দাস সহ চার শতাধিক প্রতিনিধি। আগামী তিন বছরের জন্য জেলা সভাপতি থাকলেন দেবাশিষ পাল, কালিয়াগঞ্জের সভাপতি হলেন উজ্জ্বল সাহা। আগামী ২২ ও ২৩ শে আগস্ট দুর্গাপুরে ডেকোরেটার্স অ্যাসোসিয়েশানের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
পশ্চিমবঙ্গ ডেকোরেটার্স সমন্নয় সমিতির রাজ্য সভাপতি মলয় ব্যানার্জী বলেন, ডেকোরেটার্স একটি শিল্প। যে শিল্পের মধ্য দিয়ে আমরা কর্ম দিবস তৈরী করছি। যখন চারিদিকে শিল্পের হাহাকার, বেকারত্বের সমস্যা সেই সময় আমরা নিজেদের পুঁজি খাটিয়ে শহরে গ্রামে, রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে এই শিল্পের মাধ্যমে আমরা কর্ম দিবস তৈরী করি। ডেকোরেটার্স শিল্পকে ক্ষুদ্র শিল্পের স্বীকৃতি দেওয়া হলেও কেন্দ্র বা রাজ্য সরকারের তরফ থেকে আমরা কোনও সাহায্য পাইনা। আমাদের দাবী ডেকোরেটার্সদের সহজ স্বার্থে ব্যাঙ্ক ঋণ প্রদান করতে হবে। পঞ্চায়েত পৌরসভা স্তরে বিনা অনুমতিতে যে সমস্ত অনুষ্ঠান বাড়ি তৈরী হয়েছে, সেগুলো বাতিল করতে হবে।
উত্তর দিনাজপুর জেলা ডেকোরেটার্স অ্যাসোসিয়েশানের জেলা সম্মেলন
মঙ্গলবার,০৭/০৭/২০১৫
497
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: