উত্তরবঙ্গে এইমস স্থাপনের জন্য জমি অধিগ্রহনের দাবীতে আমরণ অনশন


মঙ্গলবার,০৭/০৭/২০১৫
594

বিকাশ সাহাঃ    উত্তরবঙ্গে এইমস স্থাপনের জন্য জমি অধিগ্রহনের দাবীতে আমরণ অনশনে বসলেন বিজেপির জেলা সভাপতি শুভ্র রায়চৌধুরী। শুভ্র রায়চৌধুরী ছাড়াও এদিন মঙ্গলবার দুপুরে অনশন মঞ্চে হাজির ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর চক্রবর্তী সহ বিজেপির একাধিক জেলা নেতা। রায়গঞ্জের বাসস্ট্যান্ড সংলগ্ন এমজি রোডের ধারে অস্থায়ী মঞ্চ গড়ে সেখানেই চলছে অনশন কর্মসূচী ।
বিজেপির জেলা সভাপতি শুভ্র রায়চৌধুরী বলেন, উত্তর দিনাজপুর জেলায় এইমস করার ব্যাপারে প্রিয়রঞ্জন দাসমুন্সি চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি অসুস্থ থাকায় ১০ বছরের মধ্যে এইমস এর জন্য যাঁদের অনশনে বসার কথা ছিল তাঁরা তা না করে ভোটের রাজনীতি করেছে। রাজ্য সরকার যাতে উত্তরবঙ্গে এইমস এর জন্য জমি অধিগ্রহণ করেন সেই কারণে আমি আমরণ অনশনে বসেছি।RSCN7246

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট