বিকাশ সাহাঃ এদিন বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের হেমতাবাদ শাখার তরফ থেকে শালবাগান ময়দানে এই সভার আয়োজন করা হয়। এদিন মোটরভ্যান চালকদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে সভায় আলোচনা করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন সারা বাংলা মোটরভ্যান (ভুটভুটি) চালক ইউনিয়নের জেলা সভাপতি সনাতন দত্ত, ইউনিয়ানের সম্পাদক তপন দাস সহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা।
Auto Amazon Links: No products found.