খবরইন্ডিয়াঅনলাইনঃ হরিয়ানা রাজ্যের নারী বিষয়ক কমিশন রাজ্যে যৌন কর্মীদের কাজকে বৈধ করার আনুরোধ জানিয়েছেন। নির্যাতনের মাধ্যমে এবং জোর পূর্বক নারীদের এই পেশায় নামতে বাধ্য করা বন্ধ করতেই এই সুপারিশ জানিয়েছেন কমিশনের ভাইস চেয়ারম্যান সুমন দাহিয়া।
বৃহস্পতিবার এই সুপারিশ জানিয়ে তিনি প্রধানমন্ত্রী, হরিয়ানার গভর্নর এবং ন্যাশনাল কমিশন ফর উইমেনের চেয়ারপারসন বরাবর চিঠি পাঠিয়েছেন।
এ প্রসঙ্গে সুমন বলেন, ‘সব বয়সের নারীদের জোর পূর্বক এই পেশায় আসতে বাধ্য করা হয়। তাদের বাঁচানো আমাদেরই দায়িত্ব। যেসব নারী ইতোমধ্যেই এই পেশায় চলে এসেছে, তাদেরও সামাজিক হয়রানি থেকে বাঁচাতে হলে এর বিকল্প নেই। এ কারণেই নারীদের হয়রানি বন্ধ করতে কর্তৃপক্ষ ও সমাজের উচিত এ পেশার বৈধতা দেওয়া।’
আরও অনেক মেয়ের জীবন নষ্ট হওয়ার আগেই এ উদ্যোগ নেওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘পশ্চিমে অনেক দেশে পতিতাবৃত্তিকে আইনি বৈধতা দেওয়া হয়েছে। এতে নারীর প্রতি সহিংসতা ও অপরাধের ওপর কী প্রভাব পড়েছে তা দেখলেই বিষয়টির যৌক্তিকতা বোঝা যাবে।’
এ বিষয়ে এনজিও এবং মানবাধিকার সংস্থাগুলোকে আরও সংবেদনশীল অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
Auto Amazon Links: No products found.