কালিয়াগঞ্জে মিড ডে মিল প্রকল্পের কর্মশালা


শুক্রবার,২৪/০৭/২০১৫
621

 বিকাশ সাহাঃ   শিশুদের শিক্ষার আঙিনায় আনতে সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। যার মধ্যে অন্যতম, বিদ্যালয় গুলিতে চালু মিড ডে মিল প্রকল্প। এই মিড ডে মিল প্রকল্পের উপর এদিন শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন দপ্তরের সভাকক্ষে কর্মশালার আয়োজন করা হয়। মিডে ডে মিলের উপর কর্মশালায় প্রজেক্টারের মাধ্যে কালিয়াগঞ্জ ২ নম্বর চক্রের ৭৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হয়। ছাত্র ছাত্রী থেকে শুরু করে পরিবেশের কথা মাথায় রেখে আগামী দিনে বিদ্যালয় গুলিতে রান্নার গ্যাস ব্যবহারের কথা কর্মশালায় আলোচনা করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক মহম্মদ জাকারিয়া, ব্লকের মিড ডে মিল আধিকারিক উৎপল সেন, ব্লক এডুকেশন আধিকারিক নারায়ণ হাঁসদা, কালিয়াগঞ্জ ২ নম্বর চক্রের বিদ্যালয় পরিদর্শক চন্দন দাস সহ প্রমুখ।
কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক মহম্মদ জাকারিয়া বলেন, মিডে মিল প্রকল্পের বিভিন্ন দিক সহ যে নতুন নতুন গাইড লাইন আসছে সেগুলি শিক্ষক শিক্ষিকাদের বোঝানোর জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে।RSCN7246

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট