বিকাশ সাহাঃ টাকা ছিনতাইকারী দুই ছিনতাইবাজকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের স্টেট ব্যাঙ্কের সামনে। ছিনতাইকারী দুই যুবক বিহারের বাসিন্দা বিকাশ কুমার ও শিলিগুড়ির বাসিন্দা মিঠুন দাস। সোমবার ১১ টা নাগাত স্থানীয় এক সোনার দোকানের মালিক দোকান খোলার সময় তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটর সাইকেল করে পালিয়ে যাওয়ার সময় দোকানের মালিকের চিৎকারে আসেপাশের লোকেরা হাতেনাতে ধরে ফেলে দুই ছিনতাইবাজকে। উত্তেজিত জনতা ছিনতাইবাজদের গণপিটুনি দেওয়ার পাশাপাশি সঙ্গে নিয়ে আসা মোটর বাইকে আগুন জ্বালিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। দমকল বাহিনীর কর্মীরা মোটর বাইকের আগুন নেভানোর পর পুলিশ বাইকটিকে আটক করে থানায় নিয়ে যায়। দুই ছিনতাইবাজকে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা।
রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী বলেন, এর আগেই রায়গঞ্জে এমন অনেক কয়েকটা ঘটনা ঘটেছে। এদের সঙ্গে আর কে কে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
Auto Amazon Links: No products found.