কালিয়াগঞ্জের বিডিও মিড ডে মিল পরিদর্শন করছেন


বুধবার,০৫/০৮/২০১৫
600

বিকাশ সাহাঃ   মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মালগাঁ টি এম ও সিনিয়ার মাদ্রাসার মিড ডে মিল সরজমিনে খতিয়ে দেখেন কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহম্মদ জাকারিয়া। সমষ্টি উন্নয়ন আধিকারিক ছাড়াও মিডে মিল সংক্রান্ত বিষয় পরিদর্শনে আসেন ব্লকের মিড ডে মিল আধিকারিক উৎপল সেন, কালিয়াগঞ্জ ১ নং চক্রের বিদ্যালয় পরিদর্শক অতনু হাজরা সহ চারজনের এক প্রতিনিধি দল। তাঁরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আলি সরকারকে সঙ্গে নিয়ে মিডে ডে মিল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ছাত্রী ছাত্রী ও মিড ডে মিল রাঁধুনিদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। খাবারের মান ঠিক রয়েছে কিনা তা দেখতে বিডিও সাহেব নিজে মিড ডে মিলের খাবার খেয়ে দেখেন।
কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহম্মদ জাকারিয়া বলেন, বাচ্চাদের ভাল খাবার খাওয়ানোর জন্য মাসে অন্তত একবার বিদ্যালয় গুলিতে গ্র্যান্ড ফিষ্ট করতে হবে। সেই উদ্যোগ এই বিদ্যালয়ে শুরু হল। RSCN7246

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট