উত্তর দিনাজপুর জেলায় পথ দুর্ঘটনায় মৃত তিন


শনিবার,০৮/০৮/২০১৫
605

বিকাশ সাহাঃ    পৃথক দুটি পথ দুর্ঘটনায় উত্তর দিনাজপুর জেলার ৩৪ নম্বর জাতীয় সড়কে মৃত তিন, আহত আরও দুই জন। এদিন শনিবার সকালে ইটাহার থেকে রায়গঞ্জ গামী একটি পাথর বোঝাই লরি ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাবার সময় ইটাহারের মির্জাদিঘী এলাকায় মালদা গামী একটি দশ চাকার লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান রহিম শেখ (২৮) ও সরিকুল শেখ (২২)। গুরুতর আহত হয় লরির চালক ও খালাসি। তাঁদের রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।  অপরদিকে এদিন শনিবার দুপুরে রায়গঞ্জ শহরের এফসিআই মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে মোটর বাইক নিয়ে যাবার সময় সামনে দিক থেকে আসা গ্যাসের ট্র্যাঙ্কারের চাকায় পিষ্ট হয় কলেজ পাড়া এলাকার বাসিন্দা গৌরভ সাহা (২০) । রায়গঞ্জ ইউনিভার্সিটির  কমার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল গৌরভ। মর্মান্তিক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর বিক্ষোব দেখাতে শুরু করে স্থানীয় মানুষজন। খবর পেয়ে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। বিক্ষোবকারীদের বুঝিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রায়গঞ্জের বারদুয়ারী থেকে রুপাহার পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশের মাটি পিচ রাস্তা থেকে অনেকটা নিচু হওয়ায় রাস্তা থেকে নিচে নামতে বা রাস্তায় উঠতে গিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। পিচ রাস্তার দুই ধারে মাটি ফেলে বা ইট দিয়ে সমান না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন স্থানীয় বাসিন্দারা।     RSCN7246

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট