বিকাশ সাহাঃ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধান মঞ্চে জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্য সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন শনিবার দুপুরে জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে আগাম কোনও নোটিশ ছাড়াই সোজা রায়গঞ্জ জেলা হাসপাতালে চলে যান চন্দ্রিমা দেবী। হাসপাতালের জরুরী বিভাগ, শিশু বিভাগ, প্রসুতি বিভাগ সহ অন্যান্য বিভাগ পরিদর্শন করে রোগী ও রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলেন। হাসপাতাল চত্বরে নির্মীয়মাণ মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের কাজের গতিবিধি খতিয়ে দেখেন চন্দ্রিমা দেবী। কথা বলেন হাসপাতালের সুপার অনুপ হাজরার সঙ্গে। সেখান থেকে তিনি চলে আসেন রায়গঞ্জ বিধান মঞ্চে। সেখানে জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি বক্তব্য রাখেন।
রাজ্য সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হাসপাতাল পরিদর্শন করে বলেন, আমরা সুপার স্পেশালিটি হাসপাতাল করছি। সুপার স্পেশালিটি হাসপাতাল হলে পুরো ভোল পালতে যাবে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় যে ভাবে পরিষেবার আমুল পরিবর্তন করছেন তাতে মানুষের আস্থা বাড়ছে।
রায়গঞ্জে এলেন রাজ্য সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
শনিবার,০৮/০৮/২০১৫
678