অন্তরা সাহা’র রবীন্দ্র সংগীতের অ্যালবাম ‘ অন্তরালে ‘ প্রকাশিত হলো


মঙ্গলবার,১৮/০৮/২০১৫
893

খবরইন্ডিয়াঅনলাইনঃ রাঘা মিউজিক প্রতিষ্ঠান থেকে প্রকাশিত অন্তরা সাহা -র গাওয়া রবীন্দ্র সংগীত -এর অ্যালবাম ‘ অন্তরালে ‘ সম্প্রতি আইসিসিআর এর সহযোগিতায় ‘ রবি – রেখা ‘ আয়োযিত ‘ বৃষ্টি – ভরা ‘ সন্ধ্যায় একক অনুষ্ঠানের মাধ্যমে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হল। এ সময়ে উপস্থিত ছিলেন – বরেন্য শিল্পী শ্রীকান্ত আচার্য, জয়তী চক্রবর্তী, রবীন্দ্র ভারতীর H.O.D. ইন্দ্রানী ঘোষ সহ মৃগাঙ্ক সরকার, তপশ্রী দাস, উপালি চট্টোপাধ্যায়, শিল্পী বিবেহাবিন্দু ভট্টাচায প্রমুখ। প্রকাশিত অ্যালবামে রয়েছে বেশ কয়েকটি গান। পুরো অ্যালবামের সংগীতায়োজন করেছেন সৌরভ চক্রবর্তী। অন্তরার কন্ঠে ‘ এখনো দিনে তার বলা যায় গান দিয়ে ‘ শুরু হয় অনুষ্ঠান। অন্তরা সাহার গানে হাতে খড়ি মায়ের কাছে খুব ছোট বয়সে। তারপর দীর্ঘ ১৪ বছর শ্রী দেবব্রত চট্টোপাধ্যায়ের কাছে ক্ল্যাসিক্যাল সংগীত শিক্ষা লাভ করেন। এরপর মঞ্জুরী নাগের কাছে রবীন্দ্র সংগীত -এর শিক্ষা নিয়েছেন। এখন শিখছেন সৌরভ চক্রবর্তীর কাছে ও রবীন্দ্র সংগীত -এ তালিম নিচ্ছেন শ্রীমতী রাজশ্রী ঘোষের কাছে। অন্তরার গানের গলা সুমধুর উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে শিল্পীকে উৎসাহিত করেন।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট