বিকাশ সাহাঃ প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে জেলা জুড়ে শ্রদ্ধাজ্ঞাপন। এদিন বৃহস্পতিবার সকাল থেকেই কংগ্রেসের তরফ থেকে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে ব্লকে প্রয়াত রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। । সেই সঙ্গে এদিন কালিয়াগঞ্জ শহর যুব কংগ্রেসের উদ্যোগে দলীয় ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি তথা রায়গঞ্জ পৌরসভার পৌরপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত, কালিয়াগঞ্জের বিধায়ক তথা ব্লক কংগ্রেস সভাপতি প্রমথ নাথ রায়, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি অরুন দে সরকার, জেলা যুব কংগ্রেসের সভাপতি মানষ ঘোষ সহ প্রমুখ।
Auto Amazon Links: No products found.