খবরইন্ডিয়াঅনলাইনঃ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের উদ্বোধনী দিনে দারুণ ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে দিন শেষে ৩ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ২৮৭ রান।
লন্ডনের কেনিংটন ওভালে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড। খেলতে নেমে দারুণ একটি দিন পার করেছে সফরকারীরা। উদ্বোধনী জুটি ভেঙেছে ১১০ রানে। মার্ক উডের বলে ক্যাচ আউট হওয়ার আগে ৪৩ রান করেছেন ওপেনার ক্রিস রজার্স।
রজার্স বিদায় নিলেও ভাল খেলেছেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। যদিও অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি। তারপরও মঈন আলীর বলে অ্যাডাম লিথের হাতে তালুবন্দী হওয়ার আগে ৮৫ রান করেছেন তিনি। কোনো ছয় না থাকলেও ১১টি চারের মার ছিল তার ইনিংসে।
দুই ওপেনার সাজঘরে ফেরার পর দিনের শেষ উইকেট হিসেবে প্যাভিলিয়নে ফিরেছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার ব্যাট থেকে এসেছে ১৫ রান। ৭৮ রান নিয়ে ব্যাট করছেন স্টিভেন স্মিথ। আর সতীর্থ অ্যাডাম ভোজেস ক্রিজে রয়েছেন ৪৭ রানে।
Auto Amazon Links: No products found.