উত্তর দিনাজপুর জেলায় ১০০০ জন লোকশিল্পীর নাম নথিভুক্তকরা হবে


মঙ্গলবার,২৫/০৮/২০১৫
812

বিকাশ সাহাঃ    বাংলার ঐতিহ্যপূর্ণ লোকশিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে বুধবার উত্তর দিনাজপুর জেলার লোকশিল্পীদের নাম নথিভুক্তকরণ শিবিরের আয়োজন করা হবে। বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ার আর সি চার্চ মিশনের প্রেক্ষাগৃহে এই শিবির অনুষ্ঠিত হবে। উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত  লোকশিল্পীদের নাম নথিভুক্তকরণ শিবিরের মূল উদ্দেশ্য বাংলার প্রত্যন্ত প্রান্তের প্রত্যেক লোকশিল্পীকে স্বীকৃতি প্রদান ও অর্থনৈতিক দৃঢতা প্রদান করা। জেলার ৭০৭ জন লোকশিল্পীর নাম পূর্বেই নথিভুক্ত হয়েছে। বুধবার আরও ১০০০ জন লোকশিল্পীর নাম নথিভুক্ত করা হবে। সেই উপলক্ষে আর সি চার্চ মিশনে লোকশিল্পীদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। জেলার অন্যান্যদের সঙ্গে সেই অনুষ্ঠানে ডাক পেয়েছেন কালিয়াগঞ্জের মুখোশ নাচের শিল্পীরা। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করবেন কালিয়াগঞ্জের ১ নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের সাদিপুর গ্রামের “বরেন্দ্র ভুম লোক সম্পদ খামার” নামক মুখোশ নাচের দল। বুধবারের সরকারী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে এদিন মঙ্গলবার সকাল থেকে বাঘ, ভাল্লুক ও দেবদেবীর মুখোশ গুলি নতুন করে রঙের প্রলেপ লাগাত ব্যাস্ত হয়ে পড়েছেন মুখোশ নাচের শিল্পীরা। শিল্পী জিতেশ বর্মণ, শম্ভু মহন্ত, জ্যোতিষ বর্মণরা কৃষিকাজ ফেলে এদিন সকাল থেকে মুখোশ গুলি নতুন ভাবে সাজিয়ে তুলছেন। বাপ ঠাকুরদার লোক সংস্কৃতিকে টিকিয়ে রাখতে মুখোশ নাচ শিল্পীরা সারা দিন কৃষিকাজ করার পর রাতে মুখোশ নৃত্য অনুশীলনে ব্যাস্ত হয়ে থাকেন। রাজ্য সরকারের তরফে লোকশিল্পীদের নিজের পরিচয়পত্র  ও বছরভর রোজগার নিশ্চিত করার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে উৎসাহিত ও আনন্দিত জেলার লোকশিল্পীরা।  DSCN8170

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট