জেলার লোকশিল্পীদের নাম নথিভুক্তকরণ শিবির রায়গঞ্জে


বুধবার,২৬/০৮/২০১৫
684

বিকাশ সাহাঃ    পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এদিন বুধবার সকালে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জেলার লোকশিল্পীদের নাম নথিভুক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। সকাল ১১ টা থেকে লোকশিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তাঁদের নাম নথিভুক্ত করণের প্রক্রিয়া চলতে থাকে। রায়গঞ্জের কর্ণজোড়ার আর সি চার্চ মিশনের এই শিবিরে উপস্থিত ছিলেন, জেলা শাসক রণধীর কুমার, পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপতরের সচিব সুব্রত মুখার্জী, পশ্চিমবঙ্গ আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সচিব মতিলাল কিস্কু, রাজ্যের পরিষদীয় সচিব অমল আচার্য সহ নাম নথিভুক্ত করতে আসা জেলার কয়েক হাজার লোকশিল্পী। লোকশিল্পীরা এদিনের শিবিরে তাঁদের নাম নথিভুক্ত করতে ফর্ম ফিলাপ করে, সেখানে উপস্থিত থাকা জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের কর্মীদের হাতে জমা দেন। নাম নথিভুক্ত করতে আসা জেলার লোকশিল্পীদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে লোকশিল্পীদের নিজের পরিচয়পত্র ও বছরভর রোজগার নিশ্চিত করার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে উৎসাহিত ও আনন্দিত জেলার লোকশিল্পীরা।
উল্লেখ্য বাংলার ঐতিহ্যপূর্ণ লোকশিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে এদিন বুধবার জেলার লোকশিল্পীদের নাম নথিভুক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত লোকশিল্পীদের নাম নথিভুক্তকরণ শিবিরের মূল উদ্দেশ্য বাংলার প্রত্যন্ত প্রান্তের প্রত্যেক লোকশিল্পীকে স্বীকৃতি প্রদান ও অর্থনৈতিক দৃঢতা প্রদান করা। জেলার ৭০৭ জন লোকশিল্পীর নাম পূর্বেই নথিভুক্ত হয়েছে। ১০০০ জন লোকশিল্পীর নাম নথিভুক্ত করার কথা থাকলেও এদিন ফর্ম গুলি গোনা শেষ না হওয়ার কারণে কতগুলো ফর্ম তথ্য ও সংস্কৃতি বিভাগে জমা পড়েছে তার হিসেব সন্ধ্যে পর্যন্ত পাওয়া যায়নি ।DSCN8170

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট