বিকাশ সাহাঃ গ্রাম্য সরল জীবন পুনরায় স্থাপিত হোক, গ্রামীণ সংস্কার, সংস্কৃতি, রীতি-নীতি, কথ্য-ভাষা প্রভৃতি বিকশিত করে তার সংরক্ষন, সংবর্ধনের সাথে আমার গ্রাম এক জীবন্ত এককরূপে সংগঠিত করার লক্ষ্যে ২০১২ সালের ৯ই আগস্ট ভারত পরিক্রমার উদ্দেশ্যে কন্যাকুমারী থেকে পদযাত্রা শুরু করেন পুজ্য সন্ত শ্রী সীতারামজী। ১৯৪৬ সালে পুজ্য সন্ত শ্রী সীতারামজী কর্ণাটকের “পুত্তুর” গ্রামে জন্ম গ্রহণ করে। ভারতের বিভিন্ন রাজ্যে পদযাত্রার পর গত ১৪ আগস্ট ২০১৫ শুক্রবার চোপড়া হয়ে উত্তর দিনাজপুর জেলায় তিনি প্রবেশ করে। সেখান থেকে পদযাত্রা করে গোয়ালপোখর, করণদিঘী, রায়গঞ্জ, হেমতাবাদ হয়ে এদিন বৃহস্পতিবার কালিয়াগঞ্জের ফতেপুর হয়ে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকে যান। কালিয়াগঞ্জের শেরগ্রাম, ফতেপুর সহ বিভিন্ন গ্রামে তিনি পথসভার আয়োজন করেন। পদযাত্রায় ও পথ সভায় অংশগ্রহণ করতে এদিন সাধারণ মানুষের ঢল নেমে আসে।
পদযাত্রার ৩ বছরের মাথায় উত্তর দিনাজপুরে এলেন শ্রী সীতারামজী
বৃহস্পতিবার,২৭/০৮/২০১৫
356
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: