ছিনতাইবাজদের গুলি বোমায় আতঙ্কিত ইটাহারের সরাইদিঘী গ্রাম


শুক্রবার,২৮/০৮/২০১৫
498

বিকাশ সাহাঃ    ছিনতাইয়ের অভিযোগে গ্রামবাসীদের গণপিটুনিতে জখম এক ছিনতাইবাজ। ছিনতাইকারীদের ছোঁড়া গুলির আঘাতে জখম এক শিশু সহ মোট দুজন। বৃহস্পতিবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের সরাইদিঘী এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশের রাস্তায় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণঅলঙ্কার ও টাকাপয়সা ছিনতাইয়ের চেষ্টা করে চার ছিনতাইবাজ। ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা ছুটে এলে ছিনতাইকারীরা গ্রামবাসীদের উদ্দেশ্য করে বোমা ও গুলি ছোঁড়ে বলে অভিযোগ। ছিনতাইবাজদের ছোঁড়া বোমার আঘাতে ৬ বছরের শিশু সহ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক লরি চালক গুরুতর জখম হন। ৬ বছরের শুভম রায় এখন রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি। রাতের অন্ধকারে ছিনতাইকারীদের গুলি বোমায় আতঙ্কিত গোটা গ্রাম।
চারজন দুষ্কৃতির মধ্যে ঘটনাস্থলে গ্রামবাসীরা হাতেনাতে এক দুষ্কৃতিকে ধরে ফেলে। উত্তেজিত জনতার গণপিটুনির জেরে গুরুতর আহত ছিনতাইবাজকে ইটাহার থানার পুলিশ উদ্ধার করে। গুরুতর জখম ওই দুষ্কৃতিকে প্রথমে ইটাহার স্বাস্থ্যকেন্দ্রে ও পরে রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।DSCN8170

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট