উত্তর দিনাজপুর জেলাতে পালিত হল রাখী বন্ধন উৎসব


শনিবার,২৯/০৮/২০১৫
681

বিকাশ সাহাঃ    গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলাতেও পালিত হল রাখী বন্ধন উৎসব। এদিন শনিবার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল রাস্তায় নেমে পথ চলতি মানুষের হাতে রাখী পড়িয়ে দেন। জেলার বিভিন্ন বিদ্যালয়ের পাশাপাশি রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সূর্যদয় মূক ও বধির বিদ্যালয় ও দেবীনগর অনাথ আশ্রম শিশু সদনেও  পালিত হয় রাখী বন্ধন উৎসব। প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচারাও এদিন নিজেদের মতো করে পালন করল রাখী বন্ধন উৎসব। ছোট্ট শিশুগুলো মাস্টারমশাই দিদিমণিদের রাখী পড়াবে বলে বাড়ি থেকে তৈরি হয়েই বিদ্যালয়ে এসেছিল। সেই সঙ্গে বিদ্যালয়ে এসে পঠনপাঠনের ফাঁকে তারা নিজেরা নিজেদের মতো করে একে অপরকে রাখী পড়িয়ে দিতে ব্যাস্ত ছিল।    DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট