হার্নানেস জুভেন্টাসে গেলেন


বুধবার,০২/০৯/২০১৫
543

খবরইন্ডিয়াঅনলাইনঃ    ইন্টার মিলান ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান অভিজ্ঞ মিডফিল্ডার হার্নানেস। এ মৌসুমে আন্দ্রে পিরলো, আর্তুরো ভিদাল ক্লাব ছাড়ায় জুভিদের মিডফিল্ডও যেন পুরোনো ছন্দ হারিয়ে ফেলে। মাঝমাঠে তাদের শূন্যতা পূরণের লক্ষ্যেই হার্নানেসকে দলে ভিড়িয়েছে সিরি আ চ্যাম্পিয়নরা।

তিন বছরের চুক্তিতে জুভেন্টাসে যোগ দিয়েছেন হার্নানেস। যার আর্থিক মূল্য ১১ মিলিয়ন ইউরো। জুভিদের অন্যতম টার্গেট ছিল জার্মান তারকা জুলিয়ান ড্রাক্সলারকে দলে ভেড়ানো। কিন্তু, শালকে ছেড়ে উলফসবার্গে যোগ দেন এ তরুণ মিডফিল্ডার।

তাই ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে ৩০ বছর বয়সী হার্নানেসকে দলে ভেড়ায় জুভিরা। সোমবার  তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। পরদিনই চুক্তি সম্পন্নের আনুষ্ঠানিক ঘোষণা আসে।

এর আগে ল্যাজিওর হয়ে প্রায় চার মৌসুম কাটানোর পর ২০১৪ সালে ইন্টারে যোগ দেন হার্নানেস। দেড় মৌসুমে ইন্টারের হয়ে ৫০টি ম্যাচ খেলে করেন সাত গোল। অন্যদিকে, ২০০৮ সালে ব্রাজিল দলে অভিষেক হলেও জাতীয় দলে তিনি নিয়মিত হতে ব্যর্থ হন। এখন পর্যন্ত সেলেকাওদের জার্সি গায়ে মাত্র ২৭টি ম্যাচ খেলেছেন।

কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য হার্নানেসকে দলে রাখেননি কার্লোস দুঙ্গা। ইতালিয়ান জায়ান্টদের হয়ে হার্নানেস স্বরুপে ফিরে দুঙ্গার আস্থা অর্জন করতে পারেন কিনা সেটিই এখন দেখার বিষয়!

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট