বিকাশ সাহাঃ উত্তর দিনাজপুর জেলার মধ্যে হেমতাবাদ আদর্শ বিদ্যালয় “শ্রেষ্ঠ বিদ্যালয়-২০১৫” স্বীকৃতি পেল। এদিন শুক্রবার কোলকাতার নজরুল মঞ্চে শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় নিজ হাতে মানপত্র, স্বারক ও আর্থিক পুরস্কার তুলে দেন হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলমণি সরকারের হাতে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ রাজ্য শিক্ষা দপ্তরের আধিকারিকরা।
হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলমণি সরকার জানান, বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা ও মিড ডে মিল সহ বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে বেশ কিছুদিন আগে লিখিত বিবরণ চেয়ে পাঠিয়েছিল জেলা বিদ্যালয় পরিদর্শক অফিস। আমরা সেই মতো লিখিত ভাবে সমস্ত নথি জমা দিই। এরপরেই সেই লিখিত বিবরণের উপর ভিত্তি করে শিক্ষা দপ্তরের একটি চিঠি আসে। চিঠিতে উল্ল্যেখ করা হয় পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন দ্বারা নির্বাচিত উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ আদর্শ বিদ্যালয় জেলার “শ্রেষ্ঠ বিদ্যালয়-২০১৫” মর্যাদা পেয়েছে।
Auto Amazon Links: No products found.