হায় শিক্ষক দিবস !


শুক্রবার,০৪/০৯/২০১৫
681

সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্ম দিনে ধুমধাম করে শিক্ষক উদযাপন করা হলেও আজ  বিভিন্ন শিক্ষায়াতনে রণক্ষেত্রের জেরে শিক্ষকরা আক্রান্ত। পূর্বে শিক্ষকদের দেবতুল্য মনে করে ভক্তিভরে শ্রদ্ধা করতেন ছাত্র ছাত্রীরা। সে সময় ছাত্র ও শিক্ষকদের মধ্যে শিক্ষার আদানপ্রদানের নিবির সম্পর্ক গড়ে উঠেছিল। ছাত্র ছাত্রীরা মনোযোগ দিয়ে ক্লাসরুমে শিক্ষকদের বাণী শোনার জন্য প্রস্তুত থাকতেন। আজ সেই ছাত্র ছাত্রীর হাতে নিগৃহীত হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। রাজনৈতিক দলের পৃষ্টপোষকতায় ছাত্র ছাত্রীরা হাতে বইয়ের বদলে বন্দুক, বোমা নিয়ে ঢুকচ্ছে শিক্ষায়াতনে। ছাত্র নেতার দাদাগিরির দাপাদাপিতে শিক্ষায়াতনের পড়াশুনার পরিবেশ নষ্ট হচ্ছে।  নিজেদের অজান্তে মুক্ত আকাশ থেকে মুখ ফিরিয়ে, অন্ধকার গলিপথে প্রবেশ করছে রাজনৈতিক পৃষ্টপোষকতায় সদ্য গজিয়ে ওঠা ছাত্র নেতারা। এদিকে শিক্ষক শিক্ষিকারা আক্রান্ত হয়েও রাজনৈতিক চাপে মুখে কুলুপ আঁটতে বাধ্য হচ্ছেন। নিজের চোখের সামনে অন্যায় দেখেও স্বাধীনভাবে নিজেদের অভিমত ব্যাক্ত করতে পাড়ছেন না শিক্ষক শিক্ষিকারা। ফলে শিক্ষক দিবস শুধু বছরে একটি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে সর্বপল্লী রাধাকৃষ্ণানের আদর্শ ও চিন্তাধারার ব্যাপ্তি ছড়িয়ে পড়ুক শিক্ষক সমাজ ও ছাত্র ছাত্রীদের মধ্যে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট