সাংবাদিক বৈঠক করলেন রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম


শনিবার,০৫/০৯/২০১৫
479

বিকাশ সাহাঃ    এদিন শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে সি পি আই এম জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম। তিনি বলেন অনেক আসা আকাঙ্খা নিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়কে ভাল করে গড়ে তোলার কাজ ও ভাল করে দলদাস হওয়ার সুযোগ দুটোই সামনে রয়েছে। ফলে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোনটা হবেন তা তাঁর কাজ থেকে প্রমান করবেন। কোলকাতায় গিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুইমালি বলেছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি চলেনি। তাঁর এই কথা বলাতে অপরাধীদের সাহস আরও বেড়ে যাবে। এই সকল অপরাধের রেকর্ড না করার জন্য মুখ্যমন্ত্রীর নিজের নির্দেশ আছে। তবেই তো তিনি বলবেন রাজ্যের শান্তিতে তিনি এক নম্বরে। রাজ্যে ধর্ষণ, খুন, গুলিচালানোর মতো ঘটনা রেকর্ড হচ্ছে না। তাতে তিনি মোদীর কাছে বলতে পারবেন পশ্চিমবঙ্গ ভাল রাজ্য। তাতে কি রাজ্যের ভাল হচ্ছে? অপরাধ প্রবৃতির লোকজন সরকারে বসলে এমই হয়। তাঁরা অপরাধকে অপরাধ মনে করে না। এটা তাঁদের রুটিন কাজ বলে মনে করেন।
সেলিম সাহেব ছাড়াও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সি পি আই এম জেলা সম্পাদক অপূর্ব পাল।DSCN8170

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট