খবরইন্ডিয়াঅনলাইনঃ ২০১৫ যুবভারতীর নতুন ঘাসে ঘরোয়া লিগ জয়ের ডাবল হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। উনিশো সত্তর থেকে পঁচাত্তর। ইস্টবেঙ্গল ফুটবলের ইতিহাসের সোনালী অতীত।টানা ছবার ঘরোয়া লিগ জিতে নজির গড়েছিল লালহলুদ। মিনিট পাঁচেকের মধ্যেই ফ্রি-কিক থেকে মোহনবাগানের জালে বল ঠেললেন ডং।৩১ মিনিটের মাথায় অবশ্য সহজ সুযোগ পেলেন জুনেদিন। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। খেলার ৩৭ মিনিটের মাথায় ফের ফ্রি-কিক পায় ইস্টবেঙ্গল। আর সে সঙ্গেই ডংয়ের অসামান্য গোল। এ বার বাঁ-পায়ের জোরালো শটে শিল্টনকে পরাস্ত করেন তিনি। এখনও পর্যন্ত লিগে ১২টা গোল হল তাঁর। ডংয়ের জোড়া গোল ছাড়া এর পর রফিক আর রাহুল দু’জনে একটি করে গোল করে। কলকাতায় প্রথম ডার্বিতেই চোখ ধাঁধানো গোলে দর্শকদের মন মাতালেন ইস্টবেঙ্গলের ডো ডং। মোহনবাগানের বিরুদ্ধে কোরিয়ান এই মিডফিল্ডারের জোড়া গোল কে বিশ্বমানের গোল হিসেবে মানছেন প্রাক্তন ফুটবলাররা। ( ছবিঃ ওয়েবসাইট)।
Auto Amazon Links: No products found.