সত্যজিৎ চক্রবর্তীঃ কমপিউটার সোসাইটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে কলকাতা সেন্টারে উদ্বোধন করলেন জব রেডি প্রোগ্রাম সংস্থার দেবাংশু চক্রবর্তী। তিনি জানালেন, কাস্টমার কেয়ার, মডান ব্যাঙ্কিং ও রিটেল ম্যানেজমেন্ট -এর উপর যোগ্য চাকুরী প্রাথী তৈরী করতে এই সব বিষয় পড়ানো হবে। বর্তমানে দেখা যাচ্ছে উচ্চশিক্ষিত ছাত্র-ছাত্রীরা তাদের চাকরীর ক্ষেত্রে নিজ নিজ কর্ম করতে গিয়ে অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে। এখন ডি রিটেল ম্যানেজমেন্টে গিয়ে চাকুরীর প্রাথীরা নিজেদের ততটা মানিয়ে নিতে পারছে না।
কমপিউটার সোসাইটির অব ইন্ডিয়ার জব রেডি প্রোগ্রাম।
বৃহস্পতিবার,১০/০৯/২০১৫
757