কথা রাখলেন উৎপল


শুক্রবার,১১/০৯/২০১৫
674

পূর্ণেন্দু চক্রবর্তীঃ  কথা রাখলেন আইএফএ সচিব উৎপল গাঙ্গুলি। কলকাতা ফুটবল লিগের ফিক্সচার ঘোষণার প্রথম দিনেই বলেছিলেন, কোন ভাবেই ডার্বি ম্যাচের দিন পরিবর্তন হবে না। আয়োজনে কোনও ত্রূটি ছিল না। নিজে মাঠে থেকেও, সহকারী সচিবরা দক্ষতার পরিচয় দিয়ে সচিবের সন্মান অটুট রাখলেন। আবার বাংলা বনধের দিনে যেভাবে লিগ ফুটবলের খেলা সংগঠিত করলেন, সেটাও একটা উদাহরণ হয়ে থাকবে। কিন্তু কলকাতা ময়দানে রেফারিং নিয়ে যে সমালোচনার ঝড় উঠেছে, সে বিষয়ে কী আলোকপাত করবেন ? কথা কি রাখবেন সচিব উৎপল গাঙ্গুলি ! সৌজন্যেঃ দৈনিক স্টেটসম্যান

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট