বিকাশ সাহাঃ বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হল এক বিদ্যুৎ কর্মীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের অন্তর্গত রামপুর পঞ্চায়েতের লহন্ডা এলাকায়। ৩০ বছর বয়সী মৃত ঠিকা শ্রমিকের নাম বেলাল আলি, বাড়ি রামপুর পঞ্চায়েতের অন্তর্গত গোর্মধা গ্রামে। এলাকাবাসী সুত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুতের খুঁটির উপর উঠে ১১ হাজার ভোল্টের হাই টেনশন তারে আইসোলেটর পরিবর্তন করছিলেন বেলাল। সেই সময় বিদ্যুৎ দপ্তর হটাত করে বিদ্যুৎ চার্জ করে দেয় বলে অভিযোগ ওঠে। বিদ্যুতের প্রভাবে ঝলসে যায় বেলালের দেহ। চোখের সামনে গ্রামের ছেলের এইরকম মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ এলাকাবাসী। এরপরেই স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে রায়গঞ্জ-বিন্দোল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোব দেখাতে শুরু করে। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এদিনের মতো পথ অবরোধ উঠে যায়। এরপরেই মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
Auto Amazon Links: No products found.