ICSI’র ১৬ তম অল ইন্ডিয়া ছাত্র সম্বেলন


মঙ্গলবার,১৫/০৯/২০১৫
613

সত্যজিৎ চক্রবর্তীঃ  কলকাতার ইউনিভারসিটি শতবর্ষ হলে ICSI দের ১৬ তম ছাত্র সম্বেলন হয়ে গেল। ওই সম্বলনে দি ইনষ্টিটিউট অব কোম্পানি ‘র সেক্রেটারি অব ইন্ডিয়ার সভাপতি অতুল এইচ মেহেতা ICSI -দের ভূমিকা কি?
তাঁরা একটা কোম্পানির গুরুত্ব কর্মী তার উপর আলোচনা করেন সম্বেলনে আসা বিভিন্ন রাজ্যের থেকে আসা শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক সম্বেলনে মেহেতা বলেন, এই প্রতিষ্ঠান থেকে পাশ করে এখানকার ছাত্র-ছাত্রীরা বিদেশে পাড়ি দিয়েছে। আমাদের দেশে বহু ছাত্র-ছাত্রীরা বড় প্রতিষ্ঠানে কাজ করছে। বর্তমানে ১০০’র বেশী ছাত্র-ছাত্রীরা দুবাইতে চাকরী করছে। তার জন্য আমরা দুবাইতে ব্রাঞ্চ খুলতে চলেছি। আমাদের পশ্চিমবঙ্গ, চেন্নাই, মুম্বাই ও দিল্লিতে ব্রাঞ্চ আছে। CS মমতা বিনানি বলেন, একজন ICSI এক সংস্থার আইনি পরামর্শ দিতে পারবে। তার সাথে পরিচালনা থেকে হিসাবরক্ষক হিসাবে কাজ করতে পারবে, আমাদের দেশে বৃহৎ কোম্পানি সংস্থা ১০ লক্ষ তার মধ্যে বেসরকারী সংস্থা ৯ লক্ষ। এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করতে হলে যে কোন ষ্ট্রীমের স্নাতক হলেই চলবে। সাধারণত তিন বছরের কোর্স খরচ ৩২,০০০/- টাকা। সঙ্গে ছিলেন CS -এর কে. আগরওয়াল ও সুনিতা মহান্তি, রুপাঞ্জনা দে প্রমুখ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট