বিরোধী দলনেতা সূর্যকান্ত ‘র কটাক্ষ মুখ্যমন্ত্রীকে


রবিবার,২০/০৯/২০১৫
562

খবরইন্ডিয়াঅনলাইনঃ    মমতার  সরকার নেতাজীর গোপন ফাইল প্রকাশ্যে আনার পর সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন একাধিক রাজনৈতিক দল।এমনকি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন বাম সাংসদ মহম্মদ সেলিম থেকে বিমান বসু।কিন্তু মমতার এই নেতাজী প্রীতি নিয়ে কটাক্ষ করলেন বিধান সভার বিরোধী দল নেতা সূর্যকান্ত মিশ্র। সিদ্ধার্থ বাবুর আমলে নেতাজী পরিবারের উপর নজর রাখা হত।মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেন নি এটাকে উনি প্রকাশ করে দিয়েছেন।আজ বাঁকুড়ায় শহীদ দিবসের এক অনুষ্টানে যোগ দিতে এসে এভাবেই কটাক্ষ করলেন বিধান সভার বিরোধী দল নেতা সূর্যকান্ত মিশ্র।পাশপাশি সূর্যবাবু জানান এই ফাইলে নতুন কিছু নেই।পাশাপাশি মমতার নেতাজী প্রীতি নিয়েও প্রশ্ন তোলেন সূর্যকান্ত মিশ্র।তিনি জানান বিভিন্ন অনুষ্টানে নেতাজীর কাটআউট ছোট এবং মমতার কাট আউট বড়ো করে প্রদর্শন করে তৃণমুল।পাশাপাশি মুকুল রায়ের নতুন দল নিয়ে যে বির্তক তৈরী হয়েছে তা নিয়ে সূর্যকান্ত মিশ্র জানান দল নির্দল অনেক কিছুই হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট