খবরইন্ডিয়াঅনলাইনঃ বোমাতঙ্ক ছড়াল আজমির শরিফ দরগায়। আজ সকালে বোমার খবর মিলতেই কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় এলাকা। জানা গেছে, খাজা মইনুদ্দিন চিস্তি দরগায় বিশেষ উৎসবে যোগ দিতে প্রায় ২ লাখ মানুষ এসেছিলেন। ঘটনার জেরে তাঁদের মধ্যে আতঙ্ক ছড়ায়।ঘটনার খবর পেতেই, বম্ব স্কোয়্যাডকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু, তদন্তের পর দেখা যায় বোমাতঙ্কের খবরটি ভুয়ো। চিস্তি ফাউন্ডেশনের ডিরেক্টর সৈয়দ সলমান চিস্তি টুইট করে জানিয়েছেন, “আজ সকালে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল দরগায়। তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, সব অনুষ্ঠানই নির্ধারিত সময় অনুসারে চলবে।”
Auto Amazon Links: No products found.