ডালখোলা ফাঁড়ি ভাঙচুর ও কর্তব্যরত পুলিশ অফিসারের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার তিন


শনিবার,২৬/০৯/২০১৫
573

বিকাশ সাহাঃ    এবার পুলিশের উপর আক্রমণের মতো ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত ডালখোলা ফাঁড়িতে। পুলিশ সুত্রে জানাযায়, জমি সংক্রান্ত একটি ঘটনা নিয়ে এদিন শনিবার ডালখোলা ফাঁড়ির অন্তর্গত জিয়াগাছি গ্রামের বাসিন্দারা ডালখোলা ফাঁড়িতে এসেছিল। তাঁরা কর্তব্যরত অফিসার রামচন্দ্র লালের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে বলতে হটাত উত্তেজিত হয়ে ওঠে। এরপরেই তাঁরা ফাঁড়ির ভিতরের সরকারী আসবাবপত্র যথেচ্ছ ভাবে ভাঙচুর করতে থাকে। তাঁদের বাঁধা দিতে গিয়ে আক্রান্ত হন এ এস আই প্রদীপ সিংহ, এ এস আই নৃপেণ রায়, কনস্টেবল তপন মণ্ডল, কনস্টেবল নাথু সোরেন সহ এক সিভিক ভলেন্টিয়ার মহম্মদ ইসমাইল। আহত পাঁচজন পুলিশ কর্মীদের ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
জেলা পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রেজা জানান, ডালখোলা ফাঁড়ি ভাঙচুর ও কর্তব্যরত পুলিশ অফিসারের উপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট