খবরইন্ডিয়াঅনলাইনঃ অনির্দিষ্ট কালের জন্য বাঁকুড়া জেলা আদালতের পঞ্চম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহম্মদ আরিফ হাসান কে বয়কটের সিদ্ধান্ত নিল বাঁকুড়া জেলা আদালত বার অ্যাসোসিয়েশনের আইনজীবিরা।তার জেরে আজ ঐ এজলাসে বিচারকার্য ব্যাহত হয়।বাঁকুড়া জেলা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইনজীবি অরুপ ব্যানার্জ্জী জানান “বিচারকের দূর্ব্যাবহারের কারনেই আমরা বিচারক কে বয়কটের সিদ্ধান্ত নিয়েছি”। আইনজীবি নীলাঞ্জন দাশগুপ্ত জানান “জুনিয়ার,সিনিয়ার সমস্ত উকিলদের সাথে খারাপ ব্যাবহার করেন বিচারক।পাশাপাশি সময় মেনে আদালতে হাজির হননা বিচারক।বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তে তাই আজ থেকে আমরা আদালত কে বয়কট করেছি।
পঞ্চম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে বয়কট করা হল
শনিবার,১০/১০/২০১৫
543