রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় উদ্বিগ্ন, সারা বিশ্বে সন্ত্রাস বেড়ে যাওয়াতে


শনিবার,১০/১০/২০১৫
271

  খবরইন্ডিয়াঅনলাইনঃ     সন্ত্রাসবাদকে বৃহত্তম হুমকি উল্লেখ করে রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বলেছেন, তার দেশ বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার ফলাফল হিসেবে পশ্চিমা এশিয়ায় অস্থিতিশীলতার প্রভাব নিয়ে উদ্বিগ্ন।

জর্ডান, ফিলিস্তিন ও ইসরাইল সফরের আগে জর্ডান টাইমসের লিখিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রণব মুখার্জী। তার সফর শুরু হচ্ছে।
তিনি বলেন, সিরিয়া ও ইরাকসহ বিশ্বে সন্ত্রাসবাদ সম্প্রসারণের বাস্তবতায় ভারত খুবই উদ্বিগ্ন। তিনি বলেন, ভারত চার দশক ধরে সীমান্তের ওপার থেকে ব্যাপকভাবে মদদপুষ্ট সন্ত্রসবাদের সম্মুখীন হচ্ছে।

প্রণব মুখার্জী বলেন, একটি জোরালো ও প্রয়োগযোগ্য আন্তর্জাতিক বৈধ ব্যবস্থার পাশাপাশি ব্যাপক ও সমন্বিত আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই কেবল সন্ত্রসবাদের লাগাম টেনে ধরা যেতে পারে বলে ভারত মনে করে।

রাষ্ট্রপতি বলেন, ভারত ও জর্ডান আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে একই মত ও ধারণা পোষণ করে। তিনি বলেন, ভারত সব ধরণের সন্ত্রাসবাদের পাশাপাশি ধর্মীয় মৌলবাদ ও চরমপন্থা তীব্রভাবে প্রত্যাখান করে।

প্রণব মুখার্জী বলেন, ভারত এ অঞ্চলে নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা আরো জোরদার করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট