গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে রণক্ষেত্র


শনিবার,১৭/১০/২০১৫
559

 পরিতোষ বর্মণঃ   চিকিৎসাধীন এক রুগীর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার মধ্যরাতে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গাররামপুর মহকুমা হাসপাতাল। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ভারপ্রাপ্ত চিকিৎসককে মারধর করল মৃতের আত্মীয়েরা। ঘটনায় ছয় জনকে গ্রেফতার করছে পুলিশ। সূত্রের খবর, শুক্রবার সন্ধায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় দীপঙ্কর কর্মকার নামে এক কিশোর। দীপঙ্করের বাড়ি গঙ্গারামপু থানার ডাঙাপাড়া এলাকায়। দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসিরা তাকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করায়। ভর্তি করানোর পর সুস্থ ছিল দীপঙ্কর। রাত দশটা নাগাদ হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তার। রাত সাড়ে দশটা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় তার।  চিকিৎসক ও নার্সের গাফিলতির জন্যই রুগীর মৃত্যু হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ।  পরিবারের দাবি রুগীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসককে খবর দেওয়া হয়। কিন্তু রুগীকে দেখতে চিকিৎসক বা নার্সদের মধ্যে থেকে কেউই আসেননি বলে মৃতের পরিবারের অভিযোগ। চিকিৎসার গাফিলতির কারনেই রুগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন মৃত ঐ কিশোরের আত্মীয় পরিজন। এরপর ক্ষুব্ধ মৃতার আত্মীয়রা চিকিৎসক পিনাকি সরকারকে মারধোর করে। এর পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালানো হয় হাসপাতালে। ভেঙে ফেলা হয় হাসপাতালের সিটি স্ক্যান থেকে অন্যান্য ওয়ার্ডের চিকিৎসার সরঞ্জাম। মাঝ রাতে রণক্ষেত্রের চেহারা নেয় গঙ্গাররামপুর মহকুমা হাসপাতাল। গুরুতর আহত অবস্থায় চিকিৎসক পিনাকি সরকার হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গারামপু থানার পুলিশ ও কমব্যাট ফোর্স। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ব্যাপক লাঠি চার্জ করতে হয়। ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।Paritosh Barman_photo

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট