বিকাশ সাহাঃ বিসর্জনের পরের দিন মৎস্যমুখীর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ১৫ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত সোনাবাড়ি এলাকায়। সোনাবাড়ির দিলিপ মণ্ডলের বাড়িতে দূর্গা পূজাকে কেন্দ্র করে পূজোয় আত্মীয় স্বজনেরা সেখানে গিয়েছিলেন। পূজোর দিন গুলিতে নিরামিষ খাওয়ার ব্যবস্থা থাকলেও শুক্রবার দেবী দূর্গার বিসর্জনের পর মৎস্যমুখীর খাওয়ার খান তাঁরা। শুক্রবারের বেঁচে যাওয়া খাবার আবার পরদিন অর্থাৎ শনিবার খাওয়ার পর সেদিন রাত থেকে জ্বর, বমি ও পেটে ব্যাথা নিয়ে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ১৫ জন ভর্তি হন। তাঁদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের প্রাথমিক অনুমান খাবারে বিষক্রিয়ার ফলে এতগুলো মানুষ একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন।
বিসর্জনের পরদিন মৎস্যমুখীর খাবার খেয়ে হেমতাবাদে অসুস্থ ১৫ জন
রবিবার,২৫/১০/২০১৫
423
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: