খুনীদের গ্রেপ্তারের দাবীতে রায়গঞ্জে পথ অবরোধ করলো কংগ্রেস


মঙ্গলবার,২৭/১০/২০১৫
640

বিকাশ সাহাঃ    স্বর্ণ ব্যবসায়ী সুরজিৎ কর্মকারের (ঝন্টু) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে রায়গঞ্জে পথ অবরোধে সামিল হল রায়গঞ্জ পৌরসভার ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটি। এদিন মঙ্গলবার দুপুর ১২ টা নাগাত রায়গঞ্জের দেবী নগর পোস্ট অফিস মোড় এলাকায় পথ অবরোধে সামিল হয় ওয়ার্ড কংগ্রেস কমিটি। পথ অবরোধ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, রায়গঞ্জের বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, জেলার সাধারণ সম্পাদক পবিত্র চন্দ সহ প্রমুখ।
উল্লেখ্য রবিবার ভোর রাতে দুষ্কৃতিরা রায়গঞ্জের দেবীনগর এলাকার চৌরঙ্গী মোড়ে স্বর্ণ ব্যবসায়ী সুরজিৎ কর্মকার ওরফে ঝন্টু কর্মকারের(৩৬) বাড়িতে ঢুকে গুলি চালালে গুরুতর আহত হন স্বর্ণ ব্যবসায়ী ঝন্টু বাবু। পড়িবারের লোকের ঘোর কাটার আগেই পালিয়ে যায় দুষ্কৃতিরা। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় ঝন্টু বাবুকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার আরও অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঝন্টু বাবু। রায়গঞ্জ থানা সুত্রে জানা গিয়েছিল, ঝন্টু কর্মকারের পেটে একটি ফুটো হয়েছিল। ঝন্টু বাবুর বাড়ি থেকে কার্তুজের দুটি খালি খোলও উদ্ধার করেছিল পুলিশ।
রায়গঞ্জের বিধায়ক তথা কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, দিনের পর দিন রায়গঞ্জে আইন শৃঙ্খলার অবনতি ঘটে চলেছে, আইনি শাসন নেই রায়গঞ্জে। এরই প্রতিবাদে আজ আমরা অবস্থান বিক্ষোবে সামিল হয়েছি। অবিলম্বে খুনীদের গ্রেপ্তার না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে।DSCN8170

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট