বিরাট ও আনুষ্কা একই ঘরে, বিয়ে না করে


মঙ্গলবার,০৩/১১/২০১৫
461

খবরইন্ডিয়াঅনলাইনঃ     প্রেম করে একের পর এক আলোচনার জন্ম দিয়ে অন্যদের ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি ও আনুষ্কা  শর্মা। তাদের প্রেম ক্রীড়াঙ্গন ও সিনেমা পাড়ায় দারুণ আলোচিত। অনেকেরই প্রশ্ন- এই জুটি বিয়ে করছেন কবে? বিয়ে না করলেও একই ছাদের নিচে বসবাস করছেন অনেক দিন ধরেই।

এই দু’জনের ঘনিষ্ঠ সূত্রের  গণমাধ্যম জানায়, আগামী ২৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিরাট- আনুষ্কা। তার আগে থেকেই নিজেদের সংসারটা ঠিকঠাক করে নিচ্ছেন। একই ছাদের নিচে বসবাস করছেন।

বিরাট- আনুষ্কা লিভ ইন সম্পর্ক দারুণ আলোচনার জন্ম দিয়েছে। মুম্বাইয়ের একটি বিলাসবহুল ফ্ল্যাটে একসঙ্গে থাকছেন তারা। বিরাট- আনুষ্কা একসঙ্গে থাকা নতুন কিছু নয়। দেশের বাইরেও বিভিন্ন সময় এই জুটিকে একসঙ্গে দেখা গেছে। বিরাটের ম্যাচ থাকলে সেখানে ছুটে গেছেন আনুষ্কা আবার আনুষ্কা শুটিং সেটে হুট করেই হাজির হয়েছেন বিরাট।

বিরাট- আনুষ্কা প্রেমের শুরুটা মূলত একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হওয়ার মধ্য দিয়ে। একসঙ্গে সেই বিজ্ঞাপন চিত্রে কাজ করায় ঘনিষ্ঠতা বাড়ে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট