বিকাশ সাহাঃ এক সঙ্গে এক জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। এদিন শনিবার সকালের আলো ফুটতেই ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে এক জোড়া মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন। খবর পেয়ে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। তাঁরা মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। যদিও এদিন সন্ধ্যে পর্যন্ত ওই দুই মৃত ব্যেক্তির নাম ও ঠিকানা জানতে পারেনি পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁরা ভিন রাজ্যের ট্রাক চালক ও খালাশি। ট্রাকের চালক ও খালাশিকে মেরে ফেলে ট্রাক ছিনতাইয়ের মতো ঘটনা? নাকি এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে তার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
এক জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ইসলামপুরে
শনিবার,০৭/১১/২০১৫
372
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: