বিকাশ সাহাঃ রবিবার রাতে গ্যাস ট্যাংকার উল্টে আতঙ্ক ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। ঘটনাটি ঘটেছে, রায়গঞ্জ থানার অন্তর্গত সোহরাই মোড় এলাকায়। স্থানীয় সুত্রে জানাযায়, ইন্ডিয়ান ওয়েলের গ্যাস বোঝায় একটি ট্যাংকার শিলিগুড়ির দিক থেকে মালদার দিকে যাচ্ছিল। হটাত করে রায়গঞ্জের সোহরাই মোড় এলাকায় ট্যাংকারটি নিয়ন্ত্রন হারিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে উল্টে যায়। খবর পেয়ে রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। ট্যাংকার থেকে গ্যাস বের হচ্ছে কিনা তা পরীক্ষা করতে সঙ্গে সঙ্গে রায়গঞ্জের ভারত গ্যাসের টেকনিক্যাল কর্মীদের নিয়ে এসে ট্যাংকারটি পরিদর্শন করানো হয়। এলাকায় আগুন না জ্বালানোর জন্য মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়। এই দুর্ঘটনার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়ক বেশ কিছুক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে। পড়ে পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
গ্যাস ট্যাংকার উল্টে আতঙ্ক ছড়াল রায়গঞ্জে
সোমবার,০৯/১১/২০১৫
562