জোড়া ভূমিকম্প চিলিতে


বুধবার,১১/১১/২০১৫
448

খবরইন্ডিয়াঅনলাইনঃ     চিলিতে  দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পন দু’টির মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ১ ও ৬ দশমিক ৯।

স্থানীয় সময় মঙ্গলবার  রাত ১০টা ৫৪ মিনিটে  চিলির উত্তরাঞ্চলীয় লা সেরেনা এলাকায় প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর এক ঘণ্টা পরই দ্বিতীয় ভূকম্পণে কেঁপে ওঠে ওই এলাকা। এ ঘটনায় ওই অঞ্চলে স্বল্পমাত্রার সুনামি’র সৃষ্টি হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানাচ্ছে, প্রথম ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল লা হিগুয়েরা থেকে সমু্দ্রের ভেতরে ৯৭ কিলোমিটার পশ্চিমে ও বন্দরনগরী কোকুইম্বো থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। দ্বিতীয় ভূকম্পণটির কেন্দ্রও একই স্থানে ছিল। এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। দেশে সতর্কবার্তা জারি করা হয়েছে। ( ছবিঃ সংগৃহীত )।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট