খবরইন্ডিয়াঅনলাইনঃ প্রিয়াঙ্কা চোপড়ার এবিসি নেটওয়ার্কের ‘কুয়ান্টিকো’র মাধ্যমে মার্কিন টিভি সিরিজে অভিষেক হয়েছে তার। এর কাজ করতে গিয়ে ভিনদেশি এক তরুণের প্রেমে পড়েছেন এই অভিনেত্রী।
প্রিয়াঙ্কা এখন নতুন পুরুষের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন। নাম-পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে, ছেলেটি লসঅ্যাঞ্জেলেসে থাকে। ব্যক্তিগতভাবে তিনি লাজুক প্রকৃতির। তাই প্রেমিকার সঙ্গে জনসম্মুখে আসার ইচ্ছে আপাতত নেই তার।
শোনা যাচ্ছে, অবশেষে মনের মতো মানুষ খুঁজে পেয়েছেন প্রিয়াঙ্কা। তাই এবার বিয়ে করে থিতু হতে পারেন ৩৩ বছর বয়সী এই তারকা। এর আগে অভিনেতা শহীদ কাপুর, হারমান বেওয়েজা, অসীম মার্চেন্টের সঙ্গে তার প্রেমের কথা উঠেছিল।
আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাবে প্রিয়াঙ্কার নতুন ছবি ‘বাজিরাও মাস্তানি’। সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় অভিনয় করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।
Auto Amazon Links: No products found.