বালুরঘাট পুরসভার চেয়ারপার্সন চয়নিকা লাহা’র মৃত্যু হলো


রবিবার,২২/১১/২০১৫
691

পরিতোষ বর্মণঃ    প্রায় ৪৮ ঘণ্টার দীর্ঘ লড়াই-এর পর প্রয়াত হলেন বালুরঘাট পৌরসভার চেয়ারপার্সন চয়নিকা লাহা। আজ সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ কলকাতার একটি বে সরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে চয়নিকা দেবীর বয় হয়েছিল ৪৮ বছর। রাতে বালুরঘাটের উদ্দেশ্যে মৃতদেহ নিয়ে আসা হবে বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে বালুরঘাটের ১৮ নম্বর ওয়ার্ডের খাদিমপুর এলাকায়। তিনি এই ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ বাড়িতে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন চয়নিকা লাহা। তড়িঘড়ি তাকে আশঙ্কাজনক অবস্থায় বালুরঘাট হাসপাতালের সি সি ইউ বিভাগে ভর্তি করানো হয়। তার শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় গতকাল রাতেই কলকাতা নিয়ে আসা হয় চয়নিকা দেবীকে।Paritosh Barman_photo

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট