মহিলা ক্রিকেট দল হারল বাংলাদেশ


রবিবার,০৬/১২/২০১৫
485

খবরইন্ডিয়াঅনলাইনঃ    বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন পূরণ হয়েছে আগেই। তার পরের লক্ষ্য ছিল বাছাই পর্বের শিরোপা জিতে দেশের মুখ উজ্জ্বল করা। কিন্তু নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পবের্র সেই শিরোপা জিততে পারেনি বাংলাদেশ।

শনিবার শ্বাসরুদ্ধকর ফাইনালে আয়ারল্যান্ডের কাছে ২ উইকেটে হেরে গেছে জাহানারা আলমের দল।

ব্যাংককে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করেছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান তুলেছে জাহানারার দল।

সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার নিগার সুলতানা। এ ছাড়া অপরাজিত ৩৮ রান এসেছে অলরাউন্ডার রুমানা আহমেদের ব্যাট থেকে।

আয়ারল্যান্ডের পক্ষে ৩টি উইকেটই নিয়েছেন সায়ারা ম্যাটক্যাফে।

আসরে ব্যাটিংয়ের চেয়ে বাংলাদেশের বোলিংয়েই শক্তিটা বেশি দেখা গেছে। তাই মাত্র ১০৫ রানের পুঁজি নিয়েও বেশ ভালই লড়েছে বাংলাদেশের প্রমীলা ক্রিকেটাররা। কিন্তু সেসিলিয়া জয়েস ও লরা ডেলানির ব্যাট হতাশ করেছে টাইগ্রেসদের।

ইনিংসের শেষ বলে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য ১০৬ রানে পৌছে যায় আয়ারল্যান্ড। সর্বোচ্চ ৩২ রান করেছেন সেসিলিয়া জয়েস। তবে বাংলাদেশের কাছ থেকে ম্যাচটি মূলত বের করে নিয়েছেন লরা ডেলানি; অপরাজিত ২৬ রান করে।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন রুমানা আহমেদ ও নাহিদা আক্তার। এ ছাড়া ১টি উইকেট নিয়েছেন সালমা খাতুন। আইরিশদের ৩ ক্রিকেটার হয়েছেন রান আউট।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট